যশোরে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা ও যুব মহিলালীগ নেত্রী নিহত

যশোর প্রতিনিধি : যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৬ জুন) ভোর ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মিলন (৪০) এবং উপশহর সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী যুব মহিলালীগ নেত্রী আরেফিন আক্তার জুই (৩০)।
আহতরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) এবং যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)।
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, তারা একটি প্রাইভেটকারে করে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে নতুনহাট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মিলন ও জুই নিহত হন।
গুরুতর আহত মামুন ও মাসুদকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক ছিলো মিলন আর জুই এর মধ্যে। তারা মাদকসহ নানা ধরণের অপকর্মের সাথে জড়িত ছিলো। সাবেক স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল ইসলামের গ্রুপে সক্রিয় রাজনীতি করতেন তারা।
(এসএমএ/এএস/জুন ২৬, ২০২৫)