দিলীপ চন্দ, ফরিদপুর : ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যে ফরিদপুরে পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক মো. হাশেম আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হালিম, এবং ফরিদপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মো. আখতারুজ্জামান।

আলোচনায় বক্তারা বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার, সমাজ এবং জাতিকে ধ্বংস করে দেয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।”

তারা আরও বলেন, “মাদকাসক্তি শুধু শারীরিক ও মানসিক স্বাস্থ্যই নয়, আর্থিক দিক থেকেও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া, মাদক ব্যবহারকারীরা প্রায়শই অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, যা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে ঠেলে দেয়।”

অনুষ্ঠানে ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুরসহ সমগ্র দেশকে একদিন মাদকমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

(ডিসি/এএস/জুন ২৬, ২০২৫)