ফরিদপুর রেলওয়ে বস্তিতে মাদক সম্রাজ্ঞী শিলপির চক্র ধ্বংস, আটক ১৫

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার গুহ লক্ষ্মীপুর এলাকার রেলওয়ে বস্তিতে মাদক সম্রাজ্ঞী শিলপি বেগমের নেতৃত্বাধীন সংঘবদ্ধ মাদক চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর এক সফল অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। ২৬ জুন রাতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বিশেষ সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে ফরিদপুর সেনা ক্যাম্পে রেলওয়ে বস্তি এলাকায় মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির একাধিক অভিযোগ জমা পড়ছিল। অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের উপর ভিত্তি করে বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টা থেকে শুরু করে রাত ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল ও ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযান চলাকালে প্রথম ধাপে ৭ জনকে হাতেনাতে মাদক বিক্রির সময় আটক করা হয়। পরে বস্তির কেন্দ্রস্থলে শিলপির বাড়িতে অভিযান চালিয়ে তাকে এবং আরও ৮ জনকে আটক করা হয়। অভিযানে উদ্ধার করা হয় ৪৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২১২ প্যাকেট হেরোইন, ২ বোতল বিদেশি মদ, নগদ ২২,৫৫৫ টাকা, ৩৭ ভরি ১৫ আনা ৩ রতি স্বর্ণ (যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৫ লক্ষ টাকা), ১৩০টি দেশীয় অস্ত্র এবং ১৮টি মোবাইল ফোন (এর মধ্যে ৯টি ফিচার ফোন ও ৯টি অ্যান্ড্রয়েড ফোন)।
জানা গেছে, শিলপি বেগম দীর্ঘদিন ধরে রেলওয়ে বস্তিতে মাদক কারবার ও সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছিলেন। অনুসন্ধানে জানা যায়, তার মাদক নেটওয়ার্কে নারীদের ব্যবহার করে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি হতো। এছাড়াও তার ভারতীয় পাচারকারী চক্রের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল, যার মাধ্যমে সীমান্ত পেরিয়ে মাদক সরবরাহ চলত।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, আটক ১৫ জনকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের অপরাধ নির্মূলে জনগণের সহযোগিতার পাশাপাশি তথ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে।
(ডিসি/এএস/জুন ২৭, ২০২৫)