ফরিদপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : মুসলিম দেশগুলোর উপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু নাসের আইয়ুবী।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা মাসুদুর রহমান, নগরকান্দা উপজেলার নির্বাহী সদস্য হাসমত আলী, সদরপুর শাখার সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, যুব মজলিস পৌর শাখার আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম, হাফেজ ক্বারী আব্দুল মতিন, বোয়ালমারী যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, হাফেজ মাওলানা মোকাদ্দেস, হাফেজ মাওলানা আব্দুল আল বুখারী, সদস্য সচিব শেখ মোঃ হেলাল, হাফেজ মোহাম্মদ নাসির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য মুফতি মিরাজুল ইসলাম।
বক্তারা ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেন। তারা বলেন, “ইসরাইল ও তার মিত্ররা মুসলিম বিশ্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। যুদ্ধবিরতির নামে ইহুদি শক্তি এক নাটক সাজিয়ে মুসলিম গণহত্যা চালিয়ে যাচ্ছে।”
বক্তারা মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “আজ সময় এসেছে মুসলিম উম্মাহর একতাবদ্ধ হওয়ার। মুসলমানদের উচিত ইসরাইল ও তার মিত্রদের পণ্য বর্জন করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা।”
সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমজাদ হোসাইন।
(ডিসি/এএস/জুন ২৭, ২০২৫)