প্রতিপক্ষের বৈঠার আঘাতে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবীর লাশ উদ্ধার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মধুমতি নদীতে মাছ ধরার সময় প্রতিপক্ষের বৈঠার আঘাতে নিখোঁজ সৌখিন খান (৩৮) নামের এক মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করেছে মাগুরার মহম্মদপুর থানা পুলিশ।শুক্রবার সকালে মহম্মদপুর উপজেলা চরপাচুড়িয়া খেয়াঘাট এলাকার থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিখোঁজ মৎস্যজীবী সৌখিন খান মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা চরপাড়া গ্রামের ছাত্তার খানের ছেলে।
পুলিশ জানায়,বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা এবং মাগুরা জেলার মহম্মদপুর সীমান্তবর্তী মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষ মৎস্যজীবী ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের মৃত সোলেমান মোল্যার ছেলে জব্বার মোল্যার (৩৭) হাতে থাকা বৈঠার আঘাতে নদীতে পড়ে নিখোঁজ হন মৎস্যজীবী সৌখিন খান। (২৬ জুন) বৃহস্পতিবার নদীতে স্রোত থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও নিখোঁজ মৎস্যজীবী সৌখিন খানের সন্ধান পায়নি।মধুমতি নদীর ঘাট এলাকায় নদীর পাড়ে থাকা স্বজনদের আহাজারিতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন,নিখোঁজ সৌখিন এর লাশ উদ্ধার করা হয়েছে।তার লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(বিএসআর/এএস/জুন ২৭, ২০২৫)