মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  (২৭ জুন) শুক্রবার বিকালে উপজেলার বিনোদপুর বাদুরতলা রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনে  

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

বিনোদপুর বাদুরতলা রাধা গোবিন্দ মন্দির থেকে রথ যাত্রার একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে,বিনোদপুর বাজার প্রদক্ষিণ করে রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে আলোচনা সভার আয়োজন করা হয়।

সৌজন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাডঃ রোকনুজ্জামান খান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এ্যাডঃ সোহেল খান,নজরুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক বায়জিদ হোসেন,বিএনপির নেতা মেজর আলী খান, বাকিত আলী বিশ্বাস-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির সদস্য সহ অন্যরা।আলোচনা অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান অতিথি নিতাই রায় চৌধুরী।

(বিএসআর/এএস/জুন ২৮, ২০২৫)