সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুর ১টায় কালিগঞ্জ উপজেলার গোবিন্দকাটি সার্বজনীন কালিমন্দিরে রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সুদাকর বিশ্বাস ও সাধারণ সম্পাদক সুভাষ সরকারের নেতৃত্বে জগন্নাথদেব, সুভদ্রা ও বলরামের মূর্তি রথে নিয়ে একটি র্যালী বের হয়।
র্যালীটি বাশদহা কালভার্ট ঘুরে গোবিন্দকাটি হাইস্কুলে গিয়ে শেষ হয়। সেখানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এখানে সাতদিনব্যাপী ভগবত পাঠসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ৬ জুলাই উল্টো রথের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে।
এছাড়া সাতক্ষীরার মায়ের বাড়ি, কাটিয়া মন্দির, ধূলিহর সহ তালা, কলারোয়া, দেবহাটা, শ্যামনগর ও আশাশুনিতে রথযাত্রা পালিত হচ্ছে।
(আরকে/এএস/জুন ২৮, ২০২৫)