ঈশ্বরদীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যদিয়ে ঈশ্বরদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে ঈশ্বরদী শহরের কর্মকারপাড়ায় মাতৃ মন্দিরে রথযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
রথযাত্রাটি কর্মকারপাড়া মাতৃ মন্দির থেকে শুরু হয়ে প্রদণি শেষে মেইন রোডের প্রয়াত নরেশ চন্দ্র রায়ের বাড়িতে গিয়ে শেষ হয়।
রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই দলে দলে নানা বয়সী মানুষ মাতৃ মন্দিরে সমাবেত হতে থাকে। পরে সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি দেন এবং ভক্তরা রশির টানে এগিয়ে নিয়ে যায় জগন্নাথ দেবের রথ।
রথযাত্রায় মাতৃ মন্দির পরিচালনা কমিটির সভাপতি কমল কর্মকার, সাধারণ সম্পাদক দেবদুলাল রায়, মিলন কর্মকার, মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রাজেশ সরাফ, কোষাধ্যক্ষ প্রবীর বিশ্বাস, সাংবাদিক সৌরভ দেবনাথ কৃষ্ণসহ সহস্রাধিক ভক্ত উপস্থিত ছিলেন।
(এসকেকে/এএস/জুন ২৮, ২০২৫)