ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ফরিদ মিয়ার (৩৬) পরিবারের পাশে দাঁড়িয়েছে জাবালে নূর ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার বিকালে পৌরসভার কাজিয়াকান্দা গ্রামে নিহত ফরিদ মিয়ার পিতা ও সন্তানদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন, সংগঠনের চেয়ারম্যান ও ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান আকন্দ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাজন, সদস্য খাদিমুল হাসান সুমন, নিহতের পিতা ও সন্তানসহ স্থানীয়রা।

উল্লেখ্য যে, কয়েকদিন পূর্বে ফুলপুর পৌরসভার কুরিয়ার ব্রীজ সংলগ্ন ইন্দিরা পাড় নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পৌরসভার কাজিয়াকান্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৩৬) নিহত হন।

(এমএ/এএস/জুন ২৮, ২০২৫)