গোপালগঞ্জে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্যকে জেল-জরিমানা
.jpg)
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে যৌথবাহিনী অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের সক্রিয় ৮ সদস্যকে গ্রেফতার করেছে । এ সময় তাদের কাছ থেকে গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১০ টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃতরা হলো, কাশিয়ানী উপজেলার গেড়াখোলা গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. জিসান (২০), মহেশপুর গ্রামের মোস্তফা মোল্যার ছেলে ইনতেমাম মোল্যা (২০), হোগলাকান্দি গ্রামে মনির মুন্সীর ছেলে হামজা মুন্সী (২০), আরিফ মোল্যার ছেলে অনিক মাহমুদ (২০), পশ্চিম মাঝিগাতি গ্রামের আসলাম ইয়ামিন শরীফ (২০), জালাল মোল্যার ছেলে বেলাল মোল্যা (২০), এস্কেন মুন্সীর ছেলে আশিক মুন্সী (২০) ও দোলাগ্রামের ওহিদ শেখের ছেলে হামিম শেখ (২০)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, তাদের কাছে থেকে মাকদ্রব্য উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে । স্বাক্ষ্য-প্রমান শেষে তাদেরকে অভিযুক্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে । পরে তাদের জেলা কারাগারে পাঠানোর জন্য কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর ৮ সদস্যকে গ্রেফতার করে। ভ্রাম্যমাণ আদলত তাদের জেলা জরিমানা দিয়ে আমাদের কাছে হস্তান্তর করে। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারগারে পাঠানো হয়েছে।
(টিবি/এএস/জুন ২৮, ২০২৫)