রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তরিকুল ইসলাম রনিকে মারধরের মামলায় ডা। ইকরামুল হক হিটলুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব।

এর আগে গত ২৩ জুন জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তরিকুল ইসলাম রনিকে মারধরের অভিযোগে ডা. ইকরামুল হক হিটলু ও তাঁর স্ত্রী ডা. শারমিন আক্তারের নামে মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানায়, মারধরের ঘটনায় গত ২৩ জুন দু'জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তথ্যউপাত্ত সংগ্রহের মাধ্যমে ডা. হিটলুর অবস্থান নিশ্চিত হয়ে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।

এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, ডা. ইকরামুল হক হিটলুকে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

(আরআর/এএস/জুন ২৮, ২০২৫)