রাজবাড়ীতে জুয়ার টাকা ভাগাভাগির দণ্ডে হত্যা, গ্রেপ্তার দুই

একে আজাদ, রাজবাড়ি : রাজবাড়ীর গোয়ালন্দে জুয়ার টাকা ভাগাভাগির দণ্ডে নজরুল ব্যাপারিকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সেই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও একটি স্টিলের ধারালো চাকুও জব্দ করা হয়েছে।
শনিবার সকালে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব।
গ্রেপ্তার আসামিরা হলো, গোয়ালন্দ উপজেলার মো: ইসমাইল মোল্লা অরফে ঝড়ু ও রনি মিয়া। তাদের দুজনের নামে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা, ছিনতাই, ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব জানায়, গত ২৩ তারিখ রাতে জুয়া খেলার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে নজরুলের সাথে হাতাহাতি হয় ঝড়ু ও রনি মিয়ার। এক পর্যায়ে নজরুলকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে। পরে দৌলতদিয়া পতিতাপল্লি সংলগ্ন মুক্তি মহিলা সমিতির সামনে একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়।
পরদিন নিহতের ভাই গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে গাজিপুর ও ঢাকা জেলা থেকে আসামিদের গ্রেপ্তার করে।
সাংবাদিক সম্মেলনে রাজবাড়ী থানার ওসি মোঃ মাহামুদুর রহমান,গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম, গোয়েন্দা শাখার ওসি মোঃ মফিজুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(একে/এএস/জুন ২৮, ২০২৫)