শহিদ আবু সাঈদকে নিয়ে কুটুক্তি করা যুবকের বিরুদ্ধে মামলা, ৭দিনের রিমান্ডের আবেদন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহিদ আবু সাঈদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু সাঈদকে নিয়ে অসম্মান জনক কুটুক্তি করার অভিযোগে সুমন আহম্মেদ (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের উপ-পরিদর্শক (এস-আই) রেজাউল করিম বাদী হয়ে সাইবার সুরক্ষা ২০২৫ আইনে এ মামলাটি দায়ের করেন।
শনিবার (২৮ জুন) দুপুরে কেন্দুয়া থানা পুলিশী প্রহরায় সুমনকে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসা বাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার সুমন আহম্মেদ তার নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট থেকে শহিদ আবু সাঈদের ছবি ব্যবহার করে একটি পোস্ট দেন। ওই পোস্টটিতে কুরুচি পূর্ণ ও অসম্মান জনক লেখা ছিল। পোস্ট দেওয়ার পর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা স্থানীয় প্রশাসন ও আইন শৃংঙ্খলা বাহিনীকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে (২৭ জুন) তাকে সান্দিকোনা এলাকা থেকে আটক করে। আটককৃত সুমন আহম্মেদ কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ননের ও সান্দিকোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোজাম্মেল হক জানান তাকে জিজ্ঞাসা বাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। এদিকে আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহিদ আবু সাঈদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্মানজনক কুটুক্তি করার অভিযোগে সুমন আহম্মেদকে আটক করা হয়েছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে সাইবার সুরক্ষা ২০২৫ আইনে সুমনের বিরোদ্ধে মামলা করেছে। এঘটনা তদন্ত অব্যাহত রয়েছে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
(এসবিএস/এএস/জুন ২৮, ২০২৫)