সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেন, দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কেউ হোক কাউকে ছাড় দেয়া হবে না।  বিএনপি জনগণের দল হিসাবে সৃষ্টিলগ্ন থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করছে। 

বিগত আওয়ামী ফ্যাসিবাদী দল জনগণের চরম দুর্ভোগের কারণ হয়েছিল। বিএনপি গণতন্ত্রমনা জনগনকে নিয়ে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। একদলীয় বাকশালী কায়দায় তামাশার নির্বাচন করে জনগণের অধিকার হরণ করা হয়েছিল। বিএনপি যতোবার বিজয়ী হয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। দীর্ঘদিন পর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটাধিকার প্রয়োগের জন্য সাধারণ জনগণ উন্মুখ হয়ে আছে। তাই দলের প্রত্যেকটি নেতাকর্মীকে ভোটের জন্য সাধারণ জনগণের কাছে যেতে হবে। জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে।

জনগণ মুখ ফিরিয়ে নিলে কোন কাজ হবে না। তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দদের কর্মকাণ্ড পর্যালোচনা করে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আজ ২৮ জুন শনিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি আয়োজিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত "রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি" শীর্ষক কর্মশালায়-২০২৫ প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন ।

স্থানীয় 'মডিউল কনভেনশন সেন্টারে' আয়োজিত দিনব্যাপী কর্মশালায় উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ফ ম মমতাজ উদ্দীন রেনু সভাপতিত্ব ওউপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা সঞ্চালনায় কর্মশালার প্রধান সমন্বয়কারী মোঃ মাজহারুল হক আনুষ্ঠানিক ভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
কর্মশালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে পরিবর্তনের জন্য তরুণদের ক্ষমতায়ন এই বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জাফর আলম। নির্বাচনে সাধারণ ভোটারদের কিভাবে উদ্বুদ্ধ ও আগ্রহী করা যায় তা প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত বিশ্লেষণ করে দেখান।

এতে বাস্তবসম্মত নির্বাচনী বিভিন্ন ধারনা প্রদান করেন। কর্মশালায় উপজেলা বিএনপির ১১ টি ইউনিটের অন্তর্ভুক্ত ৯৯ টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের ৫'শতাধিক তৃণমূল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসকেডি/এএস/জুন ২৯, ২০২৫)