ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ম্যাগাজিন, মাদক, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে মধ্যরাতে বাংলাদেশ সেনাবাহিনীর (১৫ আর ই ব্যাটালিয়ান) ফরিদপুর ক্যাম্পের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে একাধিক প্রকারের মাদকদ্রব্য, বেশ কিছু দেশীয় অস্ত্র, পিস্তলের ম্যাগাজিন প্রভৃতি উদ্ধার করার পাশাপাশি মো. ফরহাদ ইসলাম কুটি (৩৮) নামের একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ জুন) দিবাগত রাত দেড়টা থেকে রবিবার (২৯ জুন) সকাল ছয়টা পর্যন্ত ফরিদপুরের কানাইপুরে বিসমিল্লাহ ব্যাকারি নামক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সংলগ্ন গ্রেফতারকৃত ব্যক্তির নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়।
রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ছয়টায় দিকে অভিযানে উদ্ধারকৃত মাদক, ম্যাগাজিন, দেশীয় অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে ফরিদপুর কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান 'দৈনিক বাংলা ৭১'কে এসব তথ্য নিশ্চিত করে বলেন, 'উক্ত অভিযানে ফরহাদ ইসলাম কুটি (৩৮) নামের ব্যক্তির বাড়ি তল্লাশি করে ১টি পিস্তল ম্যাগাজিন, ২কেজি গাজা, ১৭৮ পিস ইয়াবা সহ সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া গেছে।' ওসি আসাদ আরো জানান, 'গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট বিষয়ে মামলা ও পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।'
সেনাবাহিনী সূত্র, কোতয়ালি থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, 'এই অভিযানে গ্রেফতারকৃত মো. ফরহাদ ইসলাম কুটি'র বাসা থেকে ১টি পিস্তল ম্যাগাজিন, ৪টি লাইটার পিস্তল, ২কেজি গাজা, ১৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি খালি মদের বোতল, ৩টি অত্যাধুনিক চাইনিজ কুড়াল, ৯টি স্মার্ট ফোন, ১৬টি ধারালো দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. ফরহাদ ইসলাম কুটি ফরিদপুর সদরের কানাইপুর এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে। গ্রেফতারকৃত কুটির বাড়িতে বিসমিল্লাহ ব্যাকারি নামে তাদের একটি পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।
এদিকে, ফরিদপুর অঞ্চলে মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সেনা বাহিনীর নেতৃত্বে এসব যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে অভিযানে অংশ নেওয়া যৌথবাহিনী সূত্রে জানানো হয়েছে।
(আরআর/এএস/জুন ২৯, ২০২৫)