ফরিদপুরে ১১৪ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে আনুমানিক ৩ লক্ষ ৪২ হাজার টাকা মূল্যমানের ১১৪ বোতল ফেনসিডিলসহ মো. জমির উদ্দিন (৩৯) ও মো. রমজান আলী (৩০) নামক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার সকাল ১০টা ১০ মিনিটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন, সংস্থাটির মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার।
র্যাব জানায়, শনিবার (২৮ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন খলিলপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বহনকালে আনুমানিক তিন লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা মূল্যমানের ১১৪ (একশত চৌদ্দ) বোতল ফেনসিডিলসহ উপরোক্ত দুই মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী মো. জমির উদ্দিন (৩৯) ও মো. রমজান আলী (৩০) চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের যথাক্রমে মৃত পিয়ার আলী ও মৃত আজিজ মিয়ার ছেলে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়কে পেশাদার মাদক ব্যবসায়ী উল্লেখ করে র্যাব-১০ আরও জানায়, তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলার কোতোয়ালিসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে ফরিদপুর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
উপরোক্ত তথ্য নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মাদকসহ গ্রেফতারকৃত আসামি মো. জমির উদ্দিন (৩৯) ও মো. রমজান আলী (৩০)কে আদালতের কাছে সোপর্দ করা হবে।
(আরআর/এএস/জুন ২৯, ২০২৫)