গোপালগঞ্জে প্রায় ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
.jpg)
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ৫ হাজার ৮৫৫ পিচ ইয়াবা সহ আরিফুল্লাহ (২২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। শনিবার (২৮ জুন) বিকেলে কাশিয়ানী উপজেলার মধুমতি (কালনা) সেতুর টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়। আটক আরিফুল্লাহ কক্সবাজার জেলার রামু উপজেলার দারিয়ারদিঘী মৌলভী পাড়া এলাকার নুরুল কবিরের ছেলে। শনিবার রাতে র্যাব-৬ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া র্যাব-৬ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হকের নেতৃত্বে মধুমতি সেতুর (কালনা) টোল প্লাজার সামনে র্যাবের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোর গামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তারা তল্লাশী চালায় । ওই বাস থেকে ৫ হাজার ৮৫৫ পিচ ইয়াবা সহ ওই মাদক ব্যবসায়ীকে র্যাব সদস্যরা আটক করে।
আটক আরিফুল্লাহকে কাশিয়ানী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাবের ওই প্রেস রিলিজে জানানো হয়েছে।
(টিবি/এএস/জুন ২৯, ২০২৫)