মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠান সম্পন্ন হয়।(২৮জুন) শনিবার বিকালে হাটবাড়ীয়া গ্রামে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর বাসভবনে। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।তিনি নেতাকর্মীদের উজ্জীবিত করতে বলেন, আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকোনুজ্জামান, সদস্য অধ্যক্ষ (অবঃ) মোহাম্মদ মতিউর রহমান, জেলা বিএনপি নেতা হাফিজুর রহমান বাকি মিয়া,জেলা জজ কোর্টের নারী ও শিশু বিভাগের পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান মুকুল, বিএনপি নেতা অধ্যাপক রইচ উদ্দিন,জেলা আইনজীবী বারের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবীব খান সোহেল,

বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম তারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনসহ উপজেলা বিএনপির,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

(বিএসআর/এএস/জুন ২৯, ২০২৫)