রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে দুর্গম চরাঞ্চলে আব্দুর রহিমকে (৫০) নামে এক ইউপি সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুর রহিম উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সদস্য। তিনি ওই ইউনিয়নের জিগাতলা গ্রামের তৈবুর খন্দকারের ছেলে। 

শনিবার (২৭ জুন) মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয়ে ইউপি সদস্য আব্দুর রহিমকে ঘরের বাইরে এনে হত্যা করা হয় বলে জানিয়েছে তার আত্মীয়-স্বজনরা।

তারা জানিয়েছে, ঘরের বাইরে এনে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান ইউপি সদস্য আব্দুর রহিম।

এ বিষয়ে কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, আব্দুর রহিম ১নং ওয়ার্ডের জিগাতলা গ্রাম থেকে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। দুর্বৃত্তরা কেন তাকে খুন করেছে এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ইউপি সদস্য আব্দুর রহিমের খুনের ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত। ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম. আতিকুর রহমান জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লাশের প্রাথমিক সুরতহাল শেষে থানায় আনা হয়েছে নিহত ইউপি সদস্য আব্দুর রহমানের লাশ। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।

(আরআর/এএস/জুন ২৯, ২০২৫)