আম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল শিশুর

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছে ফেরদাউস (৯) নামে এক শিশু। সে বগারচর ইউনিয়নের ধারারচর ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
রবিবার (২৯ জুন) দুপুরে একই ইউনিয়নের দক্ষিণ বেপারীপাড়া গ্রামে নিজবাড়িতে সে এই দুর্ঘটনার শিকার হয়। সে ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ১টার দিকে ঘরের টিনের চালের উপরে আম পাড়তে ওঠে ফেরদাউস। চালের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে তার হাতের স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই সে ঝুলন্ত অবস্থায় আটকে থাকে। তাকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে অবশেষে ঘরের টিনের চালে ওপর ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় বাড়ির লোকজন।
এ বিষয়ে বগারচর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, বিদ্যুৎপৃষ্টে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
(আরআর/এএস/জুন ২৯, ২০২৫)