নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় উপজেলা খাদ্যবান্ধব ডিলার নিয়োগের নিমিত্তে উন্মুক্ত লটারি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অধীনে উপজেলা পরিষদ হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মোঃ দবির উদ্দিন।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ তিলক কুমার ঘোষ, সমাজ সেবা অফিসার মোহাম্মদ কাজী নিমেরী, প্রাথমিক শিক্ষা অফিসার এম,এইচ,এ,কে,এম রওনক আরা বেগম, প্রেসক্লাবের সভাপতি মোঃ শওকত আলী শরীফ, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রায়হান মোল্লা, খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আফজাল হোসেন সহ অন্যান্য প্রমূখ।

উল্লেখ্য, জনসম্মুখে উন্মুক্ত লটারি মাধ্যমে ৯টি ইউনিয়নের ২০টি বিক্রয় কেন্দ্রে মোট ২০ জন খাদ্যবান্ধব ডিলার নিয়োগ দেয়া হয়।

(পিবি/এসপি/জুন ৩০, ২০২৫)