পাটকেলঘাটায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : "তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক"—এই স্লোগানে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুরে পাটকেলঘাটার আজিজ কমপ্লেক্সে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশিদুল হক রাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
কর্মী সভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আলী হোসেন, তালা উপজেলা কৃষক দলের নেতা মামুনুর রশিদ খান, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, সদস্য মকবুল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “দল-মত-বয়স ও শ্রেণিপেশা নির্বিশেষে সবাইকে সম্মান করতে হবে। কারও প্রতি এতটুকু অন্যায় আচরণ করা যাবে না।”
তিনি আরও বলেন, “তালা-কলারোয়ার সিংহভাগ উন্নয়ন বিএনপির আমলে হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তর করা হবে।”
(আরকে/এসপি/জুন ৩০, ২০২৫)