দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার সকালে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চাকরি প্রার্থীরা জানান, ২০২৫ সালের শুরুতে স্বাস্থ্য সহকারী পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে উত্তীর্ণ হয়েও তাঁরা এখনো নিয়োগপত্র পাননি। এতে তাঁরা হতাশ ও ক্ষুব্ধ।

আন্দোলনকারীদের মধ্যে রাজিব হোসেন, শিল্পী খাতুন ও সোহেল রানা বলেন, “আমরা যথাযথভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। কিন্তু এখনো আমাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। বরং দেখা যাচ্ছে, স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে প্রকৃত মেধাবীদের বাদ দেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও অবিলম্বে যোগ্যদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে সিভিল সার্জনের বক্তব্য জানতে তার কার্যালয়ে গেলে তার কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। তবে ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ বদরুদ্দোজা অভিযোগের বিষয়ে বলেন,“আমরা ২৯ জনকে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দিয়েছি। তবে ৭ জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের নিয়োগ আপাতত স্থগিত রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং এর জন্য পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

অন্যদিকে, চাকরিপ্রার্থীরা বলছেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্তের কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় তারা চরম অনিশ্চয়তায় ভুগছেন। এ কারণে দ্রুত তদন্ত শেষ করে চূড়ান্তভাবে যোগ্যদের নিয়োগপত্র প্রদানের জোর দাবি জানান তারা।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনের অবস্থান কর্মসূচি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারবে কি না, সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মাঝেও।

(ডিসি/এসপি/জুন ৩০, ২০২৫)