পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পল্লী অগ্রগতি সংস্থার নিজস্ব কার্যালয়ে বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে সুরুজ হক লিটনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালের কন্ঠের সিনিয়র সহ-সম্পাদক বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভ সংঘের সিনিয়র অফিসার মামুন, কালের কন্ঠ
মাল্টি মিডিয়ার উত্তরাঞ্চল প্রধান সোহেল রানা স্বপ্ন, বসুন্ধরা শুভ সংঘের গাইবান্ধা জেলা শাখার সভাপতি অমিতাভ দাস হিমুন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, পলাশবাড়ী পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন, সাংবাদিক আমিরুল ইসলাম কবির, পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মতিন মোহাম্মদ, সাংবাদিক রবিউল ইসলাম, গোলজার সরকার রাজিব, সাংস্কৃতিক কর্মী সুলতান প্রমুখ।
অনুষ্ঠানের অতিথি উপস্থিতি ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে মাস্ক বিতরণ, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর পরিষ্কারকরন সহ বৃক্ষরোপণ করেন এবং শেষে পলাশবাড়ী উপজেলা কমিটি গঠন করেন। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাংবাদিক হাসিবুর রহমান স্বপন।
(আরআই/এসপি/জুন ৩০, ২০২৫)