রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমান আদালতে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার সকালে নওয়াবেঁকী ফেরিঘাটের সামনে গাঁজা সেবন অবস্থায় স্থানীয় জনতা ধরে থানা পুলিশকে খবর দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত উপস্থিত হয়ে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে বাপ্পিকে ৫ দিন ও আরিফুলকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গাঁজা সেবনকারী দুই যুবক হলেন, যশোর জেলার নাভারণ শার্শা উপজেলার উত্তর বুরুজ বাজার গ্রামের মৃত আব্দুল মজিদ গাইন এর ছেলে মনির হোসেন বাপ্পি (২২) ও শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালাক্ষী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা বলেন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদানকৃত আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/জুন ৩০, ২০২৫)