সোশ্যাল মিডিয়ায় জুলাই অভ্যুত্থানকে স্মরণ
.jpg)
স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পাল্টে দেয় হিসাব-নিকাশ। বদলে দেয় রাজনৈতিক প্রেক্ষাপট। শেখ হাসিনা সরকারের ১৭ বছরের শাসনামলের অবসান ঘটে এ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন সরকারের দমন পীড়ন, হত্যা, নির্যাতনে ছড়িয়ে পড়ে সারাদেশে। রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
২০২৫ সালের জুলাই মাসে বর্ষপূর্তি হয়েছে গণঅভ্যুত্থানের। সোশ্যাল মিডিয়ায় জুলাই অভ্যুত্থানকে স্মরণ করছেন নেটিজেনরা। লিখছেন তাদের স্বপ্ন এবং প্রত্যাশার কথা।
অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি লিখেছেন, ‘বিস্ময়কর মাস জুলাই, পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই ৩৬ দিনে জুলাই মাস। রক্ত এবং বিজয় এই দুইয়ের মধ্য দিয়ে দীর্ঘতর হয়েছে জুলাই মাস। বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা।’
ইমাম উদ্দিন লিখেছেন, ‘জুলাই এসেছে, জুলাই আসবে, জালেমরা পালাবে, মজলুম হাসবে!’
রাসেল রায়হান লিখেছেন, ‘... যুদ্ধের ফলাফল যা-ই হোক—নীরিহ পরিখা বলে কিছু নেই এবং যে কোনো যুদ্ধের জন্য লাল উত্তম।’
কামাল মুস্তাফা লিখেছেন, ‘এই জুলাইয়ে জুলাই-আগস্টের সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও।’
শাহেদ শফিক পোস্টে একটি ছবিসহ লিখেছেন, ‘প্রবাসে স্বৈরাচার বিরোধী আন্দোলন। নতুন বাংলাদেশে কী পেল প্রবাসীরা?’
হাসান মো. নাহিদ লিখেছেন, ‘আমরা সেদিন হেরে গেলে হেরে যেত বাংলাদেশ।’
আশরাফ জুয়েল লিখেছেন, ‘জুলাইয়ের আত্মত্যাগ অনেক বড় একটা ঘটনা। এই ঘটনার ওপর ভর করে যারা আজ বিভিন্ন ফায়দা লুটে নিচ্ছেন, জেনে রাখবেন আপনাদের স্থান আস্তাকুঁড়ে ছাড়া অন্য কোথাও নয়, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।’
(ওএস/এএস/জুলাই ০২, ২০২৫)