ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন উপলক্ষে বুধবার বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১২টা ৩০ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে নবগঠিত কমিটির সভাপতি মো. পারভেজ খানের সভাপতিত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্টচত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।

আরও বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে যাবে।

অনুষ্ঠানে রাজেন্দ্র কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ডিসি/এএস/জুলাই ০২, ২০২৫)