স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা — ক্যাম্পাস ফুটসাল চ্যাম্প ২০২৫। তিন দিনব্যাপী এই জমজমাট আসর বসছে ঢাকার কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে। আগামী ৯ আগস্ট থেকে ১১ আগস্ট ২০২৫ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যেখানে দেশের ২৪টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন।

সেভেন সাইড ফুটসাল লড়াইয়ে। বুল ডোজার এনার্জি ড্রিংকসের সৌজন্যে এই ফুটসাল টুর্নামেন্টে স্পন্সরে হিসেবে থাকছে একটিভ প্লাস ইলেক্ট্রোলাইট ডিংকস।

টুর্নামেন্টে অংশ্রগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোকে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। জার্সি থেকে শুরু করে রিফ্রেশমেন্ট ও মেডিকেল সাপোর্ট দেবে আয়োজকরা। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ ৫০ হাজার টাকা, রানার্সআপ দল পাবে ১ লাখ টাকা পাবে। মোট প্রায় সাড়ে ৩ লাখ টাকার প্রাইজমানি থাকবে।

তারুণ্যের এই উৎসবকে ভাগাভাগি করে নিতে স্পন্সরের সমন্বয়ে হবে ট্রফি ট্যুর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে।

(এসএস/এসপি/জুলাই ০২, ২০২৫)