স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ : যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে (৫৭) মব তৈরি করে পুলিশের হাতে হস্তান্তর করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। বুধবার বেলা ৩টার দিকে পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া (ভবানীপুর) এলাকা থেকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, গতবছর ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তার বাড়ি ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরের দিকে তার বাড়ি এলাকায় কিছু যুবকেরা ঘিরে রাখে। এসময় সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িঘরে ভাংচুর চালানো হয়। স্থানীয় লোকজন উচ্ছুস ছাত্রজনতাকে নিভৃত করতে আসলে তাদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় মব থেকে প্রাণ বাঁচাতে সাবেক মেয়র রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। ঘটনাটি পুলিশ জানতে পেরে ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, জনগণ তাকে (রফিকুল) ঘিরে রাখে। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

(এসএমএ/এএস/জুলাই ০২, ২০২৫)