নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় কোনোভাবেই গরু চুরি থামছে না। গরু চুরি হয়ে যাওয়ার আতঙ্কে রাত জেগে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে অসহায় গ্রাম পুলিশ। শীত আসতে না আসতেই গরু চুরি বেড়ে গেছে। 

রবিবার রাত ২টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর চন্ডিবদী গ্রামের পুলিশ মিলন মিয়া (৪৫) বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

সারেজমিনে গিয়ে দেখা যায় গোয়াল ঘরের তালা ভেঙ্গে তিনটি গরু চুরি করে বাড়ির পাশেই পাকা রাস্তা হওয়ায় দ্রুত নিয়ে যায়।দেড় লাখ টাকার দুটি গর্ভবতী গাভি নিয়ে পালিয়ে যায়। এতে ফাঁকা হয়ে যায় তার গোয়াল ঘর।

গরুগুলো অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে এ ঘটনায় সালথা থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী গ্রাম পুলিশ মিলন মিয়া।

কিন্তু অদ্যাবধি কোনো গরুরই খোঁজ পাওয়া যায়নি। এভাবে প্রায়ই ঘটছে এলাকার বিভিন্ন স্থানে গরু চুরির ঘটনা।

পুলিশ ইতিমধ্যে এ বিষয়ে অবগত হলেও কিছুতেই থামানো যাচ্ছে না গরু চুরির ঘটনা। প্রতিনিয়ত বেপরোয়া হয়ে উঠছে চোর চক্র।

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করেন সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, উপপরিদর্শক মোঃ কাউসার তদন্ত করছেন প্রক্রিয়াধীন, পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

(পিবি/এএস/জুলাই ০৩, ২০২৫)