রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে বিয়ের প্রলোভনে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় বছির উদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। অর্থদণ্ডের টাকা ধর্ষিতা কিশোরীর পরিবার পাবেন বলে নির্দেশ দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত মো. বছির উদ্দিন জেলার বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামের আবুল হোসেনের সন্তান।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মো. ফজলুল হক জানান- ওই কিশোরীর সঙ্গে অভিযুক্ত বছির উদ্দিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এ সুযোগে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত বছির। ২০১৫ সালের ১০ জুন দুপুরে জামালপুরের টুপকারচরে কিশোরীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বছির উদ্দিন। ঘটনার পর বিয়ের প্রস্তাব দিলেও অভিযুক্ত তাতে রাজি হননি। পরে ওই বছরের ২৫ জুন বকশীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

মামলায় ৮জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন বিচারক। রায়ে সন্তুষ্টি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

(ওএস/এএস/জুলাই ০৩, ২০২৫)