শাহ্ আলম শাহী, দিনাজপুর : ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দিনাজপুরে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি।

আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বিরল উপজেলার দামাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার।

প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি হিসেবে দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারি বন সংরক্ষক নুরুন্নাহার, বিরল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, দিনাজপুর সামাজিক বন বিভাগের ফরেস্টার মো. মান্নান হোসেন, বিরল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আতিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ কৃষক মতিউর রহমান।

প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সমন্বয়ক ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহীর প্রাণবন্ত উপস্থাপনায় উদ্বোধনি অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন, বিরল ধর্মপুর শালবনের বীট কর্মকর্তা মো. মহসিন আলী, বিরল উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার প্রফুল্ল কুমার বর্মন, চৈতন্য কুমার রায়, শিক্ষাবিদ কবির মাস্টার, দামাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুলতানা কাওছার জাহান, দামাইল আটপট্রি গোর-স্থানের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলী, ইউপি সদস্য মোতাহার হোসেন, আজাহার আলী অন্যান্যরা বক্তব্য রাখেন।

পরিবেশের ভারসাম্য রক্ষায় মহতি এ উদ্যোগের প্রশংসা করেন বক্তরা। বক্তরা বলেন, 'সবুজ মানেই প্রকৃতি। প্রকৃতি মানেই প্রাণ। জন্মের পর থেকে প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে ওঠে মানুষের। এই প্রকৃতি বাঁচিয়ে রেখেছে আমাদের। আর প্রকৃতিকে টিকিয়ে রাখা দায়িত্ব সবার। বিশেষ করে এ প্রজন্মের শিক্ষার্থীদের প্রকৃতির সাথে পরিচয় এবং তাদের বৃক্ষ চারা দিয়ে তাদের মাধ্যমেই বৃক্ষ রোপণ করা একটি সাফল্য এবং কল্যাণমূলক কাজ। নিজের সন্তান অভিভাবকের সঙ্গে গাদ্দারি করতে পারে। কিন্তু বৃক্ষ কখনো গাদ্দারি করেনা। গাছ লাগালে, লালন-পালন করলে দেয় তার প্রতিদান। অক্সিজেন দেয়, ফল দেয়, কাঠ দেয়, ছায়া দেয়, সর্বোপরি ছায়া দেয়, পরিবেশকে রাঁচিয়ে রাখে গাছ। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অবদান গুরুত্বর।'

শিক্ষার্থীদের মাছে এক হাজার তিনশত বৃক্ষ চারা বিতরণ শেষে দামাইল আটপট্রি গোর স্থান,দামাইল স্কুল প্রাঙ্গণ ও দিনাজপুর-বিরল সড়কে দিনব্যাপী তিন হাজার বৃক্ষ চারা রোপণ করা হয়।

প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের উদ্যোগে প্রথম দিনে আম, কাঠাল, পেয়ারা, জাম, লেবু, তেঁতুল, সেগুন, অর্জুনসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঐষধি গাছের চার হাজার তিনশত বৃক্ষচারা বিতরণ ও রোপণ করা হয়।

(এসএস/এসপি/জুলাই ০৩, ২০২৫)