ছাত্রের নাক ফাটানো সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে শিশু শিক্ষার্থীকে চড়-থাপ্পড়ে রক্তাক্ত জখম করার অভিযোগে অভিযুক্ত সেই স্কুলের সহকারী শিক্ষক হাফিজুর রহমান ওরফে জিয়ার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী তিন সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করে দেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
জানা গেছে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিনকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শফিউল হোসেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানাইর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী সোয়াদ হোসেনকে তুচ্ছ ঘটনায় এলোপাতাড়ি চড়থাপ্পড় মেরে রক্তাক্ত জখম করেন সহকারী শিক্ষক হাফিজুর রহমান জিয়া। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়, সেখানে রক্ত বন্ধ না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনরা।
উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, শিশুদের সাথে আচরণ হওয়া উচিত শিশুসুলভ। একজন শিক্ষকের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এসএইচ/এসপি/জুলাই ০৩, ২০২৫)