মধুমতি নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে হত্যা, এজাহারভুক্ত আসামি গ্রেফতার

দিলীপ চন্দ, ফরিদপুর : মধুমতি নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী মো. ফরিদ হোসেন ওরফে সানি (২৮)–কে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে।
র্যাব-১০ সূত্রে জানা গেছে, গত ২৬ জুন ২০২৫ তারিখ রাতে আনুমানিক ২টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন চন্ডিবিলা গ্রামের পশ্চিম পাশে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ভিকটিম শখিন খাঁন (৩৫)। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একই নদীতে মাছ ধরতে আসা আসামি ফরিদ হোসেন ও তার সহযোগীরা তাকে দেখে গালিগালাজ শুরু করে এবং বৈঠা দিয়ে এলোপাথাড়ি মারধর করে নদীতে ফেলে দেয়।
পরে ২৭ জুন সকালে মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন চর পাঁচুরিয়া গ্রামের পূর্ব পাশে মধুমতি নদীর তীরে স্থানীয়রা শখিন খাঁনের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠায়। নিহতের পরিবারের পক্ষ থেকে ফরিদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় হত্যা মামলা (নম্বর-২৫, তারিখ-২৭/০৬/২০২৫; ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি) দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র্যাব-১০ এর সহযোগিতা চেয়ে একটি আবেদন করেন। এরপর র্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা তৎপরতা চালিয়ে ৩ জুলাই ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে ফরিদপুরের মধুখালী থানার নওপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় পলাতক আসামি ফরিদ হোসেন ওরফে সানিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(ডিসি/এএস/জুলাই ০৩, ২০২৫)