রূপক মুখার্জি, নড়াইল : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া উপজেলা) ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও  জাতীয়তাবাদী সমমনা জোটের সম্ভাব্য প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে ধানের শীষের প্রতিকে ভোট চেয়ে  লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ও শুক্রবার সকাল থেকে দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি চলে নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায়।

দলীয় সূত্রে জানা গেছে, এদিন জেলার রূপগঞ্জ বাজার, দিঘলিয়া বাজার, বড়দিয়া মহাজন, লুটিয়া বাজার, কোটাকোল ঘাট, ইতনা বাজার, রাধানগর ও কাশিপুর বাজার এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোকানপাট, চায়ের দোকান ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা এনপিপি’র সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, উপজেলা যুব ফ্রন্টের সভাপতি মেহেদী হাসান অপু, সাধারণ সম্পাদক ইয়াছিন সরদার, মইনুল ইসলাম দ্বীপ ও হৃদয় মোল্যা, এনপিপি নেতা কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা ড. ফরিদুজ্জামান ফরহাদ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত এবং চলমান সংস্কারসহ নানা বিষয় নিয়ে সরকারের ঐক্যমত কমিশনে সমমনা জোটের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

(আরএম/এএস/জুলাই ০৪, ২০২৫)