সাতক্ষীরায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে মাদুর ব্যবসায়ি নিহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় দ্রুতগতির একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে মাদুর ব্যবসায়ী সুলতান আলী (৫৬) নিহত ও উদয় ঢালী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে হেলালের ভাটার সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘাতক পিকআপটি আটক করেছে।
নিহত সুলতান আলী আশাশুনি উপজেলার কুল্ল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের ফজর আলীর ছেলে। আহত উদয় ঢালী একই উপজেলার কচুয়া গ্রামের নিতাই ঢালীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মোখলেসুর রহমান জানান, মাদুর ব্যবসায়ী সুলতান আলী শুক্রবার সকালে একটি ভ্যানে সাতক্ষীরা থেকে ধুলিহর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলার মোড়ে হেলালের ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়।
এসময় ভ্যান আরোহী সুলতান আলী ছিটকে রাস্তার উপর পড়ে গেলে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘটনায় গুরুতর আহত হন ক্ষুদ্র ব্যবসায়ি ভ্যানচালক উদয় ঢালী। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান,নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। তবে পিকআপ চালক পালিয়ে গেছে।
(আরকে/এএস/জুলাই ০৪, ২০২৫)