নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : সারাদেশের ন্যায় ময়মনসিংহে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ডাকে বিরাট বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার ময়মনসিংহ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে দলমত নির্বিশেষে মানববন্ধনে শত শত হিন্দু অংশ নেয়।

বীর মুক্তিযোদ্ধা নৃপেশ রঞ্জন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃএন সি পালের সঞ্চালনায় বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু নেতারা বক্তব্য প্রদান করেন।

সরা দেশে মন্দির/মূর্তি ভাঙচুর, হিন্দু নারীদের শ্লীলতাহানি ও নির্যাতনের প্রতিবাদের বিরুদ্ধে বক্তব্যে নেতারা বলেন, প্রশাসনের নিস্ক্রিয়তায় ও মৌলবাদ উত্থ্যানে দেশের সংখ্যালঘু নির্যাতন বেড়েই চলেছে।

বীরমুক্তিযোদ্ধা বিমল পাল (জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি ময়মনসিংহ জেলা) ডাক্তার এন সি পাল, সাধারণ সম্পাদক জাতীয় হিন্দু মহাজোট ময়মনসিংহ) চন্দন সরকার, (ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু মহাজোট) দীপক দে (যুব মহাজোট) সহ বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয় হিন্দু মহাজোটের নেত্রীবৃন্দ বক্তব্য প্রদান করেন, বক্তারা হিন্দুদের নিরাপত্তা ও আগামী নির্বাচনে সংখ্যালঘুদের জন্য পৃথক আসন ও নির্বাচনের দাবীতে বক্তব্য প্রদান করেন।

কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ময়মনসিংহ জাতীয় হিন্দু মহাজোটের ডাকে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক ডাঃ এন সি পালের সঞ্চালনায় সুশৃঙ্খল ভাবে মিছিল সহকারে ময়মনসিংহ প্রধান প্রধান রাস্তা অতিক্তম করে বড়বাজারস্থ ইসকন মন্দিরের সামনে গিয়ে শেষ হয়।

(ওএস/এসপি/জুলাই ০৪, ২০২৫)