আজ উল্টো রথযাত্রা
দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার অদুরে ধামরাইয়ে ৫ জুলাই বিকেল ছয়টায় বাংলার গৌরবময় এই সুপ্রাচীন ও প্রায় চার শত বছরের পুরোনো হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেশের সর্ববৃহৎ রথ উৎসবের উল্টো রথযাত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হলেও প্রতি বছরের মতো এর মেলা চলবে মাসব্যাপী। নিঃছিদ্র নিরাপত্ত ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ রথ উৎসবের শুরু হয়েছে ২৭ জুন ।
মেলায় নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসানো হয়েছে,মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। গত কয়েক দিন ধরে পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা,সেনা বাহিনী সহ সকল আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন ধামরাই রথে। উল্টো রথেও একই ব্যবস্থা গ্রহন করার হয় বলে জানালেন ধামরাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।
প্রতি বছরের মতো এবারো পুরো অনুষ্ঠানাটি পরিচালনা করবেন ধামরাই মাধব মন্দির ও রথ মেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক শিক্ষক নন্দ গোপাল সেন।
ভারতের পুরি ও মাহেশের রথের পরেই উপ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম ধামরাইয়ের এই রথ উৎসবকে কেন্দ্র করে রথ উৎসবের শরু থেকেই সাধারন মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতি দিন হাজার হাজার ভক্ত আগত দর্শকদের ভীড়ে মেলাঙ্গন জমজমাট ।
প্রতি বছরের মতো এবারো রথ মেলাকে কেন্দ্র করে মেলাঙ্গন জুড়ে বসছে সহস্রাধিক বিভিন্ন শ্রেণীর ষ্টল। বসেছে দেশ খ্যাত সার্কাস দল। এছঅড়া নানা ধরনে গ্রামীন খেলা।
আজ উল্টো রথের দিন সকাল ১১ টায় গোপন নগরে রথের সামনে ঢাকঢোল,বাদ্য,কাঁসরঘন্টা ও মহিলাদের উলু-উলু ধ্বনিতে মাধব মন্দিরের প্রধান পুরোহিত উত্তম গাঙ্গুলি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেছেন। বিকেল ৪টায় মাধবের কথিত শশুরালয় মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্য বিগ্রহ গুলো নিয়ে রথের ওপর মূর্তিগুলো স্থাপন করবে ।
গত ২৭ জুন এই রথটি মূর্তি সমেত লাখো ভক্ত নর-নারী পাটের রশি ধরে টেনে নিয়ে আসে পৌর এলাকার গোপনগরে।এসময় আগত লাখো ভক্তরা পূর্নার্থে কলা চিনি ছুড়ে দেন মনোবাসনা লাভের জন্যে।
প্রতিবছরের ন্যায় ৯ দিন অবস্থান করে গোপন নগরে। মাধব ও অন্যান্য বিগ্রহগুলি রথ থেকে নামিয়ে নিয়ে ৯ দিন পূজারীদের দ্বারা পুজিত হয়েছে কথিত মাধবের শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে।
৯ দিন পর আজ ৫ জুলাই বিকেল ছয়টায় অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রার এ উৎসব। পূর্বের ন্যায় মাধব ও তার সহচরদের রথে চড়িয়ে সন্ধ্যার আগে পুনরায় ভক্তরা টেনে আনবে পূর্বের স্থান ধামরাই পৌর এলাকার কায়েতপাড়াস্থ রথখোলায়। এখান থেকে মূর্তি গুলি চলে যাবে পুরোনো মাধবের নিজ আলয় মন্দিরে। রথ খোলায় রথটি সারা বছর থাকে বলে এই স্থানটির নামকরণ হয়েছে রথ খোলা। এই রথ খোলার ইতিহাসও প্রায় ৪০০ বছরের ।
(ডিসিপি/এএস/জুলাই ০৫, ২০২৫)