দিলীপ চন্দ, ফরিদপুর : প্রচণ্ড বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে ফরিদপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত মাদকবিরোধী আলোচনা ও মতবিনিময় সভা।

শনিবার বিকেলে শহরের লক্ষ্মীপুর তকি মোল্লা সড়কের দারুস সালাম ঈদগাহ মাঠে এ সভার আয়োজন করা হয়। কিন্তু আবহাওয়ার অবনতির কারণে প্রধান অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করা হয়।

তবে সভার মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে পার্শ্ববর্তী একটি দোকানে স্বল্প পরিসরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোঃ আবুল বাশার। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উপস্থিত ছিলেন—
বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, লুৎফর রহমান, আব্দুল আলিম, মফিজুল হক, দবির হোসেন, নজরুল ইসলাম, হাসানুল বান্না মিন্টু এবং তামজিদ মোল্লা প্রমুখ।

সভায় বক্তারা মাদকবিরোধী উদ্যোগকে সফল করতে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি খুব দ্রুত সময়ের মধ্যেই পুনরায় আয়োজন করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আয়োজকরা।

(ডিসি/এএস/জুলাই ০৫, ২০২৫)