বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর মহানগর শাখার কর্মী সম্মেলন ও প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর মহানগর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের পশ্চিম খাবাসপুরে দারুস সালাম ফজলুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর শাখার আহ্বায়ক মাওলানা নাজমুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শেখ মোহাম্মদ হেলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন। প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদীস মাওলানা আবুল হোসাইন, ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা; মাওলানা আমজাদ হোসাইন, জেলা সভাপতি; সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, মাওলানা সোবহান মাহমুদ ও মাওলানা আবু বকর সিদ্দিক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতি আবু নাসির আইয়ুবী। এছাড়াও বক্তব্য দেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামানসহ অন্য নেতৃবৃন্দ।
সম্মেলনে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(ডিসি/এএস/জুলাই ০৫, ২০২৫)