কাপাসিয়ায় দেইলগাঁও সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : "সবাই মিলে ভালো থাকি, প্রতিবেশীর খেয়াল রাখি" এই শ্লোগান ও প্রতিপাদ্যকে ধারণ করে সমাজসেবার মহান ব্রত নিয়ে কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান দেইলগাঁও সমাজসেবা ফাউন্ডেশন। বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকান্ডের ধারাবাহিকতায় এ সংগঠনের উদ্যোগে আজ শনিবার স্থানীয় আজিজিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজন করা হয় দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
কাপাসিয়ার মডিউল পল্লী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় মেডিকেল ক্যাম্পে
চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন, দেইলগাঁও গ্রামের কৃতি সন্তান শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা: মো: জাহিদুল ইসলাম নবীন, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিস, নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা: মো: আব্দুল্লাহ হেল বাকী, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ডা: মো: মাসুম বিল্লাহ প্রমূখ।
আয়োজকরা জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ দেইলগাঁও আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ৪০০ শত জন রোগীর ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
দেইলগাঁও গ্রামের সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি দুবাই প্রবাসী মো: ইসহাক সেলিম ও সাধারণ সম্পাদক সৌদি আরব প্রবাসী শরিফ মিয়া জানান, ভবিষ্যতে এ সংগঠনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প সহ গ্রামের অসহায় মানুষের জন্য সমাজ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ফ্রি মেডিকেল ক্যাম্পে সংগঠনের দেশে অবস্থান করা উপদেষ্টা পরিষদ, কার্য্যকরী পরিষদ সদস্য সহ গ্রামের ছাত্র ও তরুণ সমাজ স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। মডিউল পল্লী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নার্স ও স্টাফদের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
(এসকেডি/এসপি/জুলাই ০৫, ২০২৫)