সোনাতলায় পুলিশের গাড়ি ব্যবহার করে ডাকাতি, ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজি

বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলার কাতলাহার গ্ৰামে গত বুধবার দিবাগত গভীর রাতে পুলিশ পরিচয়ে ও পুলিশের গাড়ি ব্যবহার করে মৃত খয়বর আলীর ছেলে শাফিকুল ইসলাম ওরফে ফটো (৬৫) এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় নরেচরে বসে পুলিশ বিভাগ। জেলা পুলিশের মাধ্যমে বিষয়টি খোঁজখবর নেন রাজশাহী বিভাগীয় পুলিশ কমিশনার।
এরই ধারাবাহিকতায় দু'দিনের মাথায় আজ শনিবার সকালে সোনাতলায় ছুটে আসেন রাজশাহী বিভাগীয় পুলিশ কমিশনার (ডিআইজি) শাজাহান আলী।
এসময় তার সাথে ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা,সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ-সোনাতলা) সার্কেল মোঃ রবিউল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সোনাতলা থানার ওসি মিলাদুন-নবী সহ থানার কর্মরত অফিসার ও পুলিশ সদস্য।
ডিআইজি শাজাহান আলী সোনাতলা থানায় এসেই তিনি পুলিশি সালাম গ্ৰহণ করেন। সালাম গ্ৰহন শেষে তিনি ওসির অফিসে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তিনি পুলিশ সুপার, সার্কেল ও ওসিকে নিয়ে থানার ভবনের প্রতিটি রুম, বিভিন্ন কার্যক্রম ও কনষ্টেবল বিশ্রামের ঘরগুলো ঘুরে দেখেন। তিনি অফিসার ও কনষ্টেবলদের খোঁজখবর সহ মাঠ পর্যায়ে কাজ করতে কোন সমস্যা হচ্ছে কিনা তাদের মতামত মনযোগ সহকারে শোনেন। এরপর ডিআইজি শাজাহান আলী পুলিশ সুপার, সার্কেল ও ওসিকে সঙ্গে নিয়ে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন। সেসময় ভুক্তভোগী শফিকুল ইসলাম ওরফে ফটুর ঘর ও টাকা রাখার ওয়ারড্রপ দেখা শেষে তার সাথে খোলামেলা আলাপ করেন। ফটু মিয়া ডিআইজিকে সে দিনের ঘটনার বর্ণণা দেন এবং নিজেদের নিরাপত্তা চান।
পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি শাজাহান আলী গনমাধ্যম কর্মীদের বলেন, ঘটনার সাথে জড়িতদের ইতিমধ্যেই আমরা গ্ৰেফতার করে আদালতে প্রেরণ করেছি। আগামীতে কোন পুলিশ সদস্য পুলিশি গাড়ি বা পুলিশি পোষাকে কোন ধরনের অপকর্ম করতে না পারে এ বিষয়ে আমরা আরো সতর্ক হবো।
তিনি আরো বলেন, আমরা যেটি লক্ষ্য করেছি বিষয়টি ছিলো জুয়া কেন্দ্রিক তবে যেহেতু সকল আসামি গ্ৰেফাতার সেহেতু অল্প সময়ের তদন্ত এই মামলার আমরা তদন্ত প্রতিবেদন আদালতে প্রদান করবো।
(বিএস/এসপি/জুলাই ০৫, ২০২৫)