রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন জামালপুরের ঈদ পুনর্মিলনী

রাজন্য রুহানি, জামালপুর : 'রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন জামালপুর' সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আইডিয়াল জেনারেল হাসপাতালের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছে সংগঠনটি।
আজ শনিবার সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এস এম আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এতে উপস্থিত ছিলেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, এসোসিয়েশনের সদস্য খন্দকার মোহাম্মদ ইতিমোদদৌলা হিন্দোল, আলী আকবর ফকির, ডা. মো. আজিজুল হক, মো. জাহাঙ্গীর আলম, মো. তৌফিক আজিজ, প্রফেসর এ এইচ এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের পাশাপাশি আইডিয়াল জেনারেল হাসপাতালের মাধ্যমে সেখানে সর্বসাধারণের জন্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া হয়।
(আরআর/এসপি/জুলাই ০৫, ২০২৫)