মহম্মদপুরে নহাটা শ্মশান কালী বাড়িতে উল্টো রথযাত্রা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে নবগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী নহাটা শ্মশান কালী বাড়ি মন্দির কমিটির উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মীয় মতে সুভদ্রা, জগন্নাথ দেব ও বলরাম গত শুক্রবার মাসির বাড়িতে যান ৫ই জুলাই শনিবার মাসি বাড়ি থেকে ফিরে আসেন। এ রথযাত্রার উৎসব উপলক্ষে উপজেলার নহাটা শ্মশান কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি অশোক ঘোষের নেতৃত্বে পানিঘাটা থেকে ঘুরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি নহাটা শ্মশান কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
এতে শত শত সনাতন ধর্মীয় নারী-পুরুষ ভক্তরা বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
(বিএসআর/এএস/জুলাই ০৫, ২০২৫)