পাংশা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর "পাংশা উপজেলা প্রেসক্লাব" এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় পাংশা পৌরসভা সংলগ্ন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ঘন্টা ব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন কুমার গোস্বামীর সঞ্চলনায় ও সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক অতুল সরকার, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, আব্দুস সোবাহান, উৎপল সরকার, মেহেদী হাসান, রবিউল ইসলাম, শামিমুর রহমান (জন)।
ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সদস্যরা।সেই সাথে প্রেসক্লাবের সদস্যদের আরো সক্রিয় হয়ে কাজ করার আহ্বান জানান সভাপতি একে আজাদ।
(একে/এএস/জুলাই ০৬, ২০২৫)