রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মাদক বিরোধী অভিযানে ৫০৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ সুফিয়া বেগম (৪৪) ও আওয়াল শেখ (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ (ওসি) পি. এম. মামুনুর রশিদ উত্তরাধিকার ৭১ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি ওসি মামুন জানান, গত শনিবার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া দশটা থেকে এগারোটা পর্যন্ত ফরিদপুর কোতয়ালি থানার গোয়ালচামট মোল্যাবাড়ি সড়ক এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করেন তারা। শহরের মোল্যাবাড়ি সড়কের মোড়ে জনৈক রোকন উদ্দিন শেখ এর তিনতলা বিল্ডিং এর নীচ তলার পূর্ব পাশের ফ্লাটে চালানো ওই অভিযানে বাসার ড্রইং রুম হতে মাদক ব্যবসায়ী সুফিয়া বেগম (৪৪), সাবেক স্বামী-মৃত নিজাম প্রামানিক, বর্তমান স্বামী-আওয়াল শেখ, সাং-ভাটিলক্ষীপুর এবং আওয়াল শেখ (৫০), পিতা- আ. আজিজ সেখ, সাং-বাছের মোল্যার ডাঙ্গী ভেলাবাজ, উভয় থানা- কোতয়ালী, জেলা-ফরিদপুর নামের দুইজনকে ৫০৬ (পাঁচশত ছয়) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন তারা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় এ/পি- গোয়ালচামট মোল্যাবাড়ি সড়ক জনৈক রোকন উদ্দিন এর বাড়ির ভাড়াটিয়া এবং তারা ওই বাসায় বসে মাদক ব্যবসা পরিচালনা করতেন বলে উত্তরাধিকার ৭১ নিউজকে জানান ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ পি. এম. মামুনুর রশিদ।

শেষ খবর পাওয়া পর্যন্ত, রবিবার (৬ জুলাই) এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-১৫, তাং- ৬ জুলাই, ২০২৫ইং) রুজু করে তদন্তের দায়িত্ব নিয়ে আসামিদের আদালতে সোপর্দ করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

(আরআর/এএস/জুলাই ০৬, ২০২৫)