বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা পৌর শহরের পুরাতন বাজার এলাকায় চামেলী বেগম (৩৩) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাতে স্বামীর নিজ বাসভবনে এই ঘটনা ঘটে। চামেলী বেগম ওই এলাকার কামাল মন্ডলের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে আনুমানিক ১টা ২০ টা থেকে ২টার মধ্যে কোনো এক সময়ে এই ঘটনা ঘটে। স্বামী কামাল মন্ডল জানান, রাত একটায় ঘুম ভেঙে চামেলীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে পাশের কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে ভাই সিরাজ মন্ডল ও মেয়ে অধরার সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে চামেলীকে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন তারা।

তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চামেলী ও কামাল দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল, মাঝে মধ্যে তাদের মধ্যে কথা কাটাকাটি হত। তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সংবাদ পেয়ে পাংশা থানার এস আই ওবায়দুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। লাশের সুরতহালের জন্য লাশ থানায় নিয়ে যান।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

(একে/এএস/জুলাই ০৬, ২০২৫)