দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার মেসোরদিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খান পরিবহনের বরিশাল থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস (রেজি: বরিশাল মেট্রো-ব ১১-০০৮৩) রাস্তার গতিরোধক দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। এতে বাসে থাকা একাধিক যাত্রী আহত হন।

আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর করিমপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স্থানীয়রা জানান, মেসোরদিয়া মোড়ে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে মহাসড়কের ওই স্থানে ৩০ মিটার দূরত্বে দুটি চিকন গতিরোধক বসানো হলেও সতর্কতামূলক কোন চিহ্ন না থাকায় চালকেরা তা বুঝতে পারেন না, ফলে দুর্ঘটনা ঘটেই চলেছে।

এলাকাবাসী ওই স্থানে দুটি চিকন গতিরোধকের পরিবর্তে একটি মোটা গতিরোধক এবং স্পষ্ট সতর্কতা চিহ্ন স্থাপনের দাবি জানান। বিষয়টি নিয়ে হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে বলে জানা গেছে।

(ডিসি/এএস/জুলাই ০৬, ২০২৫)