রাজৈরে রান্নাঘর থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে রান্নাঘর থেকে রাখি মজুমদার (৬) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত রাখি মজুমদার একই গ্রামের শিশির মজুমদারের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে এলাকার একটি বিয়ে বাড়িতে দাওয়াতে যায় রাখির পরিবারের সদস্যরা। পরে ফিরে এসে রাখিকে ঘরে না পেয়ে চারদিক খুজতে থাকেন। একপর্যায়ে রান্নাঘরের আড়ার সাথে গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত অবস্থায় রাখিকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের এক আত্মীয় কালীদাস মজুমদার বলেন, সবাই চেয়েছিল বিয়ে বাড়ি থেকে খেয়ে এসে বাড়ির পাশের রথযাত্রার মেলায় যাবেন। কিন্তু রাখি বায়না ধরেছিল দুপুর বেলায় মেলায় যাবে। কিছুতেই বিয়ে বাড়িতে যেতে রাজি হচ্ছিল না। তাই মেলায় যাওয়ার জন্য রাখিকে কিছু টাকা দিয়ে সবাই বিয়ে বাড়িতে যায়। ফিরে এসে রাখিকে দেখতে না পেয়ে খোজাখুজি করেন। পরে রান্নাঘরের চালের আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলে থাকতে দেখতে পায়। রাখির বাবা ঢাকায় থাকেন এবং সেখানেই ফার্নিচার তৈরির কাজ করেন।
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, রাতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এএসএ/এএস/জুলাই ০৬, ২০২৫)