কাপাসিয়ায় আহত মুক্তিযুদ্ধাকে অনুদান দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান পেরা

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা দুর্গাপুর ইউনিয়নের বাড়িগাও গ্রামের বীর মুক্তিযুদ্ধা মো. ফিরোজ মিয়াকে নিজ তহবিল থেকে অনুদান দিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযুদ্ধা আজিজুর রহমান পেরা।
রবিবার আহত মুক্তিযোদ্ধার বাড়ীতে গিয়ে তাকে দেখতে গিয়ে নগদ বিশ হাজার টাকা চিকিৎসার জন্য প্রদান করেন। মুক্তিযুদ্ধা ফিরোজ মিয়া সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন। পরে তাকে চিকিৎসা শেষে নিজ বাড়িতে নিয়ে আসেন, এ খবর শুনে আজিজুর রহমান পেরা তার চিকিৎসার খরচ জোগাতে কষ্ট হওয়ার খবর শুনে তার নিজ বাড়ি বাড়িগাও যান। সেখানে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং পরিবারে সাথে কথা বলেন। পরে তাকে নগদ বিশ হাজার টাকা চিকিৎসার খরচের জন্য প্রদান করেন। এ সময় তার সাথে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(এসকেডি/এএস/জুলাই ০৬, ২০২৫)